test

স্বর্ণের দরপতন গুটা বিশ্বজুড়ে

স্বর্ণের দরপতন গুটা বিশ্বজুড়ে


স্বর্ণের দরপতন গুটা বিশ্বজুড়ে

অন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে স্বর্ণের দরপতন ঘটছে এই সপ্তাহে। এই সময়ে নিরাপদ আশ্রয় ধাতুটি দর বেড়েছে প্রায় 10ডলার। বর্তমান বাজার মূল্য ইন্ডিয়া টাকায় প্রায় সাড়ে ৮০০ টাকা। বার্তা সংস্থা রয়টার্সের বরাট সিএনবিসি র এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি চীনে চন্দ্র নববর্ষ উদযাপন শুরু হয়েছে। আর এটার কারণে দেশের বাজার বন্ধ হয়ে গেছে। সেই সঙ্গে মধ্য 
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্রের ডলারের মান বেড়েছে গেছে। প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের কাছে নিরাপদ আশ্রয় সম্পদের আকর্ষণ কমেছে

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান ইনপ্রুভডের মূল্যবান ধাতু ব্যবসায়ী হুগো প্যাসকেল বলেন, যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ব্যাংকগুলোতে অস্থিরতা দেখা গেছে। নতুন চন্দ্রবর্ষ উপলক্ষে চীনে বাজার বন্ধ রয়েছে। তাছাড়া মধ্যপ্রাচ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ফলে বুলিয়ন বাজার চাপে পড়েছে। 



পরিপ্রেক্ষিতে শুক্রবার অর্থাৎ 9 ফেব্রুয়ারি কর্ম দিবসের শেষে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক অপরিবর্তিত রয়েছে। প্রতিআমসের দাম রয়েছে 2032 ডলার 76 সেন্ট। আর আগের শুক্রবার এটা ছিল ২০৩৮ ডলার ৫৯ সেন্ট। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বেঞ্চমার্কটির ধরে পটন ঘটেছে শূন্য দশমিক ৩ শতাংশ অর্থাৎ ৬ ডলার।

একই কর্ম দিবসে ফিউচার মার্কেটেও যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য স্থিতিশীল আছে। প্রতি দর নিষ্পত্তি হয়েছে ২০৪৭ ডলার ৭০ সেন্ট। আগের শুক্রবার তা ছিল ২০৫৭ডলার ১০সেন্ট । অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বেঞ্চমার্কটির দর হারিয়েছে অন্তত ১০ ডলার যেটা ইন্ডিয়া প্রায় ৮০০ টাকা

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান ইমপ্রুভডের মূল্যবান ধাতু ব্যবসায়ী হগো পেস্কেল বলেন যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ব্যাংকগুলোতে অস্থিরতা দেখা গেছে। নতুন চন্দ্রবর্ষ উপলক্ষে চীনে বাজার বন্ধ রয়েছে। তাছাড়া মধ্যপ্রাচ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ফলে বুলিয়ন বাজার চাপে পড়েছে।

ইতোমধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইসরায়েলি কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, জয়ী না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। ফলে গুরুত্বপূর্ণ ধাতু স্বর্ণ দাম হারিয়েছে।

main page

main page

what's app link

contact:600786996

recent post


https://www.todaynotification.online/2023/12/blog-post.html


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.