test

ড্রাগস নিয়ে আন্দোলন দেশের সাধারণ জনতার। today news bangla

ড্রাগস নিয়ে আন্দোলন দেশের সাধারণ জনতার 

ড্রাগস কে নিয়ে আন্দোলন করছে সাধারণ জনতা ও পুলিশ, আমাদের দেশের 50% যুবক ড্রাগস এর বিজনেসের সাথে জড়িত। তার জন্য আন্দোলন করছে গ্রামের যুবক ও পুলিশ, যদিও আন্দোলনের আগে পুলিশ তাতে উপস্থিত না থাকায় ভয়াবহ মারপিট ও লাঠি চালান দেখতে পাওয়া যায় রহমানপুর নামের গ্রামে।

রহমানপুর নামের গ্রামটি আসাম শনিতপুর জেলায় ঢুকিয়াজুলি গাঁও পঞ্চায়েতের সমষ্টিতে পড়ে। সেই রহমানপুর নামের গ্রামটির আমশো পার্টির সমষ্টির একজন যুবক তাতে বক্তব্য দিয়েছে যে পুলিশ তো সব সময় গ্রামে উপস্থিত থাকতে পারবেনা কারণ পুলিশের আরো অন্যান্য কাম থাকে,এটাই স্বাভাবিক!, তাই আমাদের যুবক সমাজ যদি কাউকে দেখা হয় ড্রাগস বিক্রি করছে অথবা ড্রাগস ব্যবহার করছে তবে আশেপাশে থাকা থানায় কমপ্লেন জানাতে 

বক্তব্য দেওয়া যুবুকজনের এই ধারণা যে যদি আমাদের সমাজ কে আমরাই ঠিক করতে না পারি তবে ৫০% থেকে হয়তো ১০০% মানুষই ড্রাগসের বিজনেসের সাথে জড়িত হয়ে থাকবে 

তাই যুবক জনে অনুরোধ করে বলেছে যে আমাদের সমাজ বলে না! আমাদের দেশেও অনেকেই এসব নিশা জাতীয় কাজের সাথে জড়িত আছে, এরকমই যদি চলতে থাকে আমাদের দেশ তাহলে একদিন আমাদের দেশের ১০০% লোকেই হয়তো এসব খারাপ কাজের সাথে ছড়িয়ে যাবে। সমাজ ও দেশটা ধ্বংস হয়ে যাবে। মন্তব্য করা যুবক ও সেখানে উপস্থিত থাকা জনসাধারণ আসামের মুখ্যমন্ত্রী সীমন্ত বিশ্বা শর্মা কাছে অনুরোধ করে বলেছে আমরা আগের সমাজ চাই,আমরা আগের দেশ চাই, আমরা এমন দেশ চাই না! যে দেশে যুবক নেশা করে বাড়িতে এসে ছেলে মাকে মারধর করে,বাবা ছেলের বউকে মারধর করে, ছেলে নিজের বউকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়, যুবক মেয়েদেরকে ধর্ষণ করে, আমরা এমন দেশ চাই না, আমরা নেশা মুক্ত দেশ চাই, তাই সীমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে অনুরোধ করে বলছি আমাদের দেশের জন্য কিছু করেন।এই বলে কিছু যুবক ও মুরুব্বী লোক কেঁদে চোখের জল ভাসিয়েছেন।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.